আইন ও অপরাধ

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ এপ্রিল ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে বুধবার ঢাকার দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন। ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বুধবার মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। কিন্তু মির্জা ফখরুলের আম্মা অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। মায়ের দেখাশুনার জন্য হাসপাতালে উপস্থিত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এজন্য আমরা চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৪ এপ্রিল ঠিক করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম আজিজুল হক ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ