আইন ও অপরাধ

বরিশালে বখাটে মাদ্রাসাছাত্রের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে বোনের উত্যক্তের প্রতিবাদকারী ভাইকে হত্যাকারী বখাটে মাদ্রাসাছাত্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বরিশালের অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকিবুল ইসলাম এই দণ্ড দেন। পলাতক দণ্ডিত মাদ্রাসাছাত্র মাহমুদ হাসান হাফিজ ঝালকাঠির গুয়াটন এলাকার মাওলানা আব্দুস সোবহানের ছেলে। সে নগরীর কাশিপুর দিঘীরপাড় এলাকার মাদ্রাসার ছাত্র ছিল। খালাসপ্রাপ্ত একই মাদ্রাসার ছাত্ররা হলো- সোলায়মান, নাজমুল, মাইদুল, সাহিদুল ও জাহিদুল। আদালত সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার পাশের বাসিন্দা হানিফ হাওলাদারের দুই মেয়েকে উত্যক্ত করত মাহমুদ হাসান হাফিজ। বোনকে উত্যক্তের প্রতিবাদ করতে ভাই আল আমিন মাদ্রাসায় যায়। এতে হাফিজ ক্ষিপ্ত হয়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর আল আমিনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় মা আকলিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার এসআই মোশারেফ হোসেন ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। বিচারক ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ওই  রায় দেন। রাইজিংবিডি/বরিশাল/২৫ জানুয়ারি ২০১৭/জে. খান স্বপন/রিশিত