আইন ও অপরাধ

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় স্কুলছাত্র নাইমুর ইসলাম হত্যা মামলায় দুইজনের মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। তিনি এ মামলায় এক আসামির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে জাকারিয়া ও ডালিম। তারা পলাতক রয়েছেন। সাত বছরের কারাদণ্ড পেয়েছেন একই এলাকার মতিউর রহমান। তিনি রায় ঘোষণার সময় আদালত উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ এপ্রিল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জাকারিয়া ও ডালিমের নেতৃত্বে স্কুলছাত্র কাহালু উপজেলার উলট্ট গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাইমুর ইসলামকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের মালিকানাধীন ইটখোলায় ওই স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা করে। অপহরণের চার দিন পর পুলিশ ওই ইটখোলা থেকে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। বিকেলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমুল করিম হলি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন। রাইজিংবিডি/বগুড়া/২৫ জানুয়ারি ২০১৭/একে আজাদ/বকুল