আইন ও অপরাধ

থাই এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে থাই এয়ারওয়েজের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে সাদিয়া আফরোজ নামের এক নারী মামলাটি করেন। সাদিয়া আফরোজ থাইল্যান্ডে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। মামলায় থাই এয়ারওয়েজ, এর মহাব্যবস্থাপক ও স্টেশন ব্যবস্থাপককে বিবাদী করা হয়েছে। বাদী সাদিয়ার আইনজীবী এ টি এম গোলাম গাউস বলেন, ‘বুধবার মামলাটি করা হয়। বিচারক আগামী ৬ মার্চ বিবাদীদের আদালতে তলব করেছেন এবং লিখিত জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় ১৭ লাখ ৪৩ হাজার ৯০০ টাকার ক্ষতিপূরণের অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী সাদিয়া আফরোজ গত বছরের ৫ অক্টোবর থাইল্যান্ড যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  যান। তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য থাই এয়ারওয়েজের টিকিট কেনেন। কিন্তু থাই এয়ারওয়েজের মহাব্যবস্থাপক ও স্টেশন ব্যবস্থাপক তার ভিসার মেয়াদ নেই বলে বিমানবন্দরে আটকে দেন। বাদী তার ভিসার মেয়াদ রয়েছে বললে তারা তাদের কথায় অনড় থাকেন। একপর্যায়ে বাদী আর থাইল্যান্ড যেতে পারেননি। পরে ভালো করে দেখা যায়, তার ভিসার মেয়াদ রয়েছে। থাইল্যান্ড যেতে না দেওয়ায় আর্থিকভাবে তার ১৭ লাখ ৪৩ হাজার ৯০০ টাকার ক্ষতি হয়েছে বলে মামলা করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ