আইন ও অপরাধ

৩৬ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : আমদানিনিষিদ্ধ ৩৬ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ছাড়া উদ্ধার করা হয়েছে স্টেরয়েড জাতীয় ২ হাজার পিস ট্যাবলেট। রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮৩ কার্টন থেকে ওই সিগারেট জব্দ করা হয়। সংস্থাটির মহাপরিচালক  ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত সিগারেট  ব্রিটেনের বেনসন অ্যান্ড হেজেজ ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরো জানায়, দুবাই থেকে  বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি২৪৮ এর মাধ্যমে রোববার দুপুর সোয়া ১২টায় ওই সিগারেট  জামাল উদ্দিন নামের এক যাত্রী ঢাকায় আনেন। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা উক্ত যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং আমদানি নিষিদ্ধ ৩৬ হাজার ৬০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। এ সকল সিগারেট তিনটি লাগেজে লুকায়িত ছিল। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্টেরয়েড জাতীয় ২০০০ পিস ট্যাবলেট। সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট  প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত  পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/সাইফুল