আইন ও অপরাধ

চট্টগ্রাম কাস্টমসে অনিয়ম তদন্তে দুদকের তদন্তদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম কাস্টম হাউসের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদের অভিযোগ তদন্তে রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধান দল কাস্টমস হাউস পরিদর্শন করেছেন। দুদক কমিশনার এ এম আমিনুল ইসলামের নেতৃত্বে অনুসন্ধান দলের অপর দুই সদস্য হলেন দুদকের মহাপরিচালক আতিকুর রহমান ও মুনির চৌধুরী। দুপুরে পরিদর্শন শেষ করে অনুসন্ধান দলের প্রধান দুদক কমিশনার এ এম আমিনুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টমসের অনিয়ম-দুর্নীতি তদন্তে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান ও পরিদর্শনে নানা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তবে এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমিনুল ইসলাম আরো জানান, দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি কমলেও কাস্টমসে বেড়েই চলেছে। দুর্নীতি বন্ধে দুদক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দুদক কর্মকর্তারা কাস্টমস হাউসের বিভিন্ন শাখা, দপ্তর, বন্দর জেটি এবং আমদানি-রফতানির কার্যক্রম পরিদর্শন করেন।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ জানুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল