আইন ও অপরাধ

সাংবাদিককে মারধর, চিকিৎসকের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর সাংবাদিক শিশির মোড়লকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সফিউল আজম রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রাক্তন প্রধান ছিলেন। বাদী পক্ষে প্রশান্ত কুমার কর্মকার অভিযোগ গঠনের শুনানি করেন। আর আসামি সফিউল আজমের আইনজীবী ফৌজদারি কার্যবিধির ২৬৫ (গ) ধারায় অব্যাহতির আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শিশির মোড়ল তথ্য সংগ্রহ করতে শিকদার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান চিকিৎসক সফিউল আজমের চেম্বারে যান। সেখানে ওই সাংবাদিককে আটকে রেখে নির্যাতন করেন ওই চিকিৎসক এবং হাসপাতালের কর্মচারী সুফিয়ান। এ ঘটনায় ওই দিনই হাজারীবাগ থানায় শিশির মোড়ল বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক রুহুল আমীন চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং আবু সুফিয়ানকে অব্যাহতির আবেদন করেন। মামলার দায়েরের পর চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়। রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/মামুন খান/মুশফিক