আইন ও অপরাধ

কুনিও হত্যা : পুলিশসহ ৬ জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও  হত্যা মামলায় চার পুলিশসহ ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে ৮ কার্যদিবসে ৪৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ৫ ফেব্রয়ারি। বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক জানান, সাক্ষ্যগ্রহণের অষ্টম দিনে আজ আদালতে সাক্ষ্য দেন চার পুলিশ সদস্য। তারা হলেন এসআই জহুরুল ইসলাম, এসআই দীপক কুমার রায়, এসআই আশিকুর রহমান ও এএসআই ইকবাল হোসেন। এ ছাড়া আজ শাহজাহান আলী ও মিন্টু চন্দ্র বনিক নামে দুই ব্যক্তিও আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় পুলিশ ৫৭ জনকে সাক্ষী করেছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করে অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসি কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি- জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে হোসি কুনিওকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করা হয়। রাইজিংবিডি/রংপুর/২ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রুহুল