আইন ও অপরাধ

সাংবাদিক নাজমুল হুদার জামিন

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস ভাঙচুরসংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সাংবাদিক  নাজমুল হুদার জামিন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান জামিনের আদেশ দেন। এর আগে মামলাটিতে গত ৫ জানুয়ারি আসামিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত ওই রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে আশুলিয়ার জামগড়াস্থ এনআর নিটিং গার্মেন্টস লিমিটেডে এজাহারনামীয় ১৫ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৪০/৪৫ জন আসামি উক্ত গার্মেন্টসে ভাঙচুর চালিয়ে ৩ লাখ টাকার ক্ষতি করে এবং ২ লাখ টাকার তৈরি পোশাক লুট করে। ওই ঘটনায় ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাসুদ রানা এই মামলা দায়ের করেন। মামলায় আসামি নাজমুল হুদার নাম ছিল না। তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। তার বিরুদ্ধে এই ঘটনায় নাশকতা সৃষ্টিকারীদের ইন্ধন এবং অর্থের যোগান দেওয়ার অভিযোগ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল