আইন ও অপরাধ

ক্রিকেটার সানীর বিরুদ্ধে প্রতিবেদন ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য ৭ মার্চ দিন ঠিক করেছেন। এদিন আরাফাত সানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সানীর স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে মোহাম্মাদপুর থানায় মামলাটি করেন। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তার একদিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। এরপর ২৪ জানুয়ারি রিমান্ড শেষে সানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে সানী কারাগারেই রয়েছেন। মামলাটিতে গত ২৬ জানুয়ারি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানীর জামিনের আবেদন করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ঠিক করেছেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে বাদী নাসরিন সুলতানা প্রায় সাত বছর আগে পরিচয় হয়। পরে উভয়ের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা অভিভাবকদের না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বাদী বিভিন্ন সময়ে বিবাহের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথায় কর্ণপাত না করে বিভিন্ন বিষয়ে ভয়ভীতি দেখান। গত বছর ১২ জুন রাতে আসামি সানী বাদীর নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে বাদীর আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি পাঠান এবং ভিকটিমকে নানারকম হুমকি দিতে থাকেন। এরপর গত ২৫ নভেম্বর রাতে আসামি ভিকটিমের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বলে হুমকি প্রদান করতে থাকেন। ওই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে বাদী মোহাম্মাদপুর থানায় মামলাটি করেন। এদিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে সানীর বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ ফেব্রুয়ারি  আরো একটি মামলা করেন নাসরিন সুলতানা। মামলায় আরাফাত সানীর মা নার্গিস আক্তারকেও আসামি করা হয়েছে। ওই মামলার অভিযোগের বিষয় তদন্ত করে মোহাম্মদপুর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল