আইন ও অপরাধ

১৮ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডসহ কাভার্ড ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক : বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে ১৮ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার রাতে এয়ারপোর্ট রোড এলাকা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন। এ বিষয়ে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শামীমুর রহমান রাইজিংবিডিকে বলেন, রাতে ডুপ্লেক্স বোর্ডসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের প্রাথমিক ধারণা কোনো প্রতিষ্ঠান বন্ড সুবিধার অপব্যবহার করে বোর্ডগুলো খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে আমদানি করেছে। তিনি আরো বলেন, আজ এ বিষয়ে মামলা দায়ের করা হবে। ভ্যানটি বিমানবন্দর কাস্টমসে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ডুপ্লেক্স বোর্ড হচ্ছে একধরনের মোটা কাগজ, যা দিয়ে বিভিন্ন প্যাকেট ও কাগজের কার্টন বানানো হয়।

       

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/ইভা/এএন