আইন ও অপরাধ

আসলাম-সাফাদির বৈঠকের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা আসলাম চৌধুরীকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট দিচ্ছেন গোয়েন্দারা। সরকার উৎখাতের জন্য আসলাম চৌধুরী যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি আল সাফাদির সঙ্গে গোপন বৈঠক করেছেন, তার সব ধরনের প্রামাণিক নথি হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্তের অংশ হিসেবে গত ২ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলমের নেতৃত্বে চার সদস্যের একটি দল ভারত যায়। সোমবার শেখ নাজমুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘আসলাম চৌধুরী বিশেষ নির্দেশে সরকার উৎখাতের জন্য ভারতে যান। সেখানে প্রধান বৈঠক হয় তাজ রিসোর্টে। ভূগর্ভস্থ এক রুমে গোপন আলাপও করেন তারা। বিএনপি সরকার গঠন করলে মন্ত্রী বানানো হবে, এ টোপ দিয়ে আসলাম চৌধুরীকে মেন্দি আল সাফাদির সঙ্গে ষড়যন্ত্র করতে নির্দেশ দেওয়া হয় লন্ডনের এক বৈঠকে। আর মাসিক ২০ হাজার ডলার চুক্তিতে ষড়যন্ত্রে নামে মেন্দি এল সাফাদি। শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। তদন্তে যেসব প্রমাণ দরকার তা মোটামুটি গুছিয়ে আনা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এ দেশের একটি হিন্দু সংগঠনের শীর্ষ নেতা এবং একজন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের আসামি করা হবে কি না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।’ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ভারতের বিজেপির এক যুব নেতার সহায়তায় প্রথম বৈঠক হয় ৬ মার্চ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। ৭ মার্চ বৈঠক হয় দিল্লি গেট এবং বলিউডের এক অভিনেত্রীর বাসায়। অভিনেত্রীর বাসায় দফায়-দফায় বৈঠক করেন তারা। তবে তদন্তের স্বার্থে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করা যাচ্ছে না। চূড়ান্ত বৈঠক হয় ৯ তারিখ আগ্রার তাজ রিসোর্টে। এসব জায়গা থেকেই মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে মেন্দি এল সাফাদিকে কয়েক কিস্তিতে প্রতিশ্রুত অর্থও পাঠানো হয়। ভারত সফরকালে এসব তথ্যের পক্ষে দলিলও পাওয়া গেছে। আদালতে যখন চার্জশিট দেওয়া হবে তখন এসব দলিল সংযুক্ত করা হবে। উল্লেখ্য, গত বছর মে মাসে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম অনলাইনে আসলাম চৌধুরী ও মেন্দি আল সাফাদির বৈঠকের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরেই আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ১৬ মে গোয়েন্দা পুলিশ আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে। রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক