আইন ও অপরাধ

জাপানি হত্যা: আদালতে নির্দোষ দাবি আসামিদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানের নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। মঙ্গলবার আদালতে সাফাই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক জানান, জাপানের নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় আদালত আসামিদের ৩৪২ ধারায় জিজ্ঞাসা করেন- তারা দোষী, না নির্দোষ? এ সময় পাঁচ আসামি আদালতকে জানান, তারা নির্দোষ। পিপি আরো জানান, আসামি সাখাওয়াত হোসেন আদালতে তার পক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল মজিদকে সাফাই সাক্ষী করেছেন। আদালত মঙ্গলবার তাকে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন।  আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোশি কোনিও হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জেএমবির আট জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক। অপর দুই আসামির মধ্যে গত ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং গত বছরের ১ আগস্ট নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা হোশি কোনিওকে গুলি করে হত্যা করে। রাইজিংবিডি/রংপুর/১৩ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/বকুল