আইন ও অপরাধ

সুপ্রিম কোর্টে চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই প্রতিযোগিতায় আইনজীবী পরিবারের দু’শতাধিক শিশু অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা বাংলাদেশ ল’টাইমস এই প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় ক-বিভাগ থেকে ফারহানা মোহাম্মদ ১ম, আবদুল্লাহ ২য় ও তাসকিনা জান্নাত ৩য় হয়েছে। খ-বিভাগ থেকে নোশিন তাবাসসুম মাধবী ১ম, আফরা আনান ২য় ও তাসফিয়া কাউসার ৩য় হয়েছে। গ-বিভাগ থেকে মালিহা নূর হাসিন ১ম, ফাইরুজ তাসনিম ২য় ও ফাইজা ইবনাত ৩য় স্থান লাভ করে। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জিয়া আর্ট গ্যালারির মহাপরিচালক খাজা জিয়া, পার্বত্য চট্টগ্রামের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা আইনজীবী সৃজনী ত্রিপুরা। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে বাংলাদেশ ল’টাইমসের পক্ষ থেকে স্কুলব্যাগ ও সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রতিযোগী মালিহা নূর হাসিন। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/মুশফিক