আইন ও অপরাধ

বিএনপির ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জয়নাল আবেদীন ফারুকসহ ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। রোববার ঢাকা মহানগর হাকিম নুর নবী আগামী ২৩ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কে এম খায়রুল কবীর। তিনি জানান, রোববার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় এবং মামলার অন্যতম আসামি রুহুল কবির রিজভী, জয়নাল আবেদীন ফারুক আদালতে হাজির না হওয়ায় সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যের তারিখ ২৩ মার্চ ঠিক করেছেন। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। ২০১৩ সালের ১১ মার্চ দুপুর ৩টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে উল্লেখিত আসামিরা হঠাৎ করেই ইট-পাটকেল, লোহার রড, শাবল, লাঠি, হকস্টিক ইত্যাদি হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর, টপ কালেকশনের গলি ও নয়াপল্টন মসজিদ গলির সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সরকারি-বেসরকারি অফিস ও যানবাহন ভাঙচুর করে, পরপর ১৮/২০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও রাস্তার ওপর সাতটি স্থানে টায়ার, চট, কাগজ দিয়ে আগুন ধরিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় পল্টন থানার এ মামলায় ২০১৩ সালের ২৪ মার্চ আদালতে ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্র দাখিলের পর একজন আসামি মারা যায়। তাই আদালত মৃত আসামিকে অব্যাহতি দিয়ে ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল