আইন ও অপরাধ

হত্যা মামলায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় একজনের ফাঁসি এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় দেন। এ ছাড়া মামলার অন্য ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চানফর ভূঁইয়া জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাহীন ভূঁইয়াও একই গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। এ সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার বিকেলে বিচারক ওই আদেশ দেন। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৯ ফেব্রুয়ারি ২০১৭/রুমন চক্রবর্তী/রিশিত