আইন ও অপরাধ

চোরাচালান রোধে সীমান্তে সমন্বিত টহল

নিজস্ব প্রতিবেদক : সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে সমন্বিত টহল ব্যবস্থার কথা বলেছেন বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা। সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন, ‘সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিএসএফ সর্তকতা অবলম্বন করবে। আর মাদক বা চোরাচালান রোধে সীমান্তে সমন্বিত টহলের কোনো বিকল্প নেই।’ ঢাকায় বিজিবি ও বিএসএফ এর ৪৪তম সীমান্ত সম্মেলনে তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকেলে বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৮ ফেব্রুয়ারি থেকে এ সম্মেলন শুরু হয়, যা আগামীকাল বুধবার পর্যন্ত চলবে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন করার ফলে মৃত্যুর ঘটনা অনেক কমে গেছে। তবে অপরাধীরা বিএসএফ সদস্যদের ওপর হামলা করছে, যা উদ্বেগজনক। বিএসএফ সদস্যরা কেবল আত্মরক্ষার্থেই নন-লিথেল অস্ত্র দিয়ে ফায়ার করে।’ বিজিবির সহযোগিতা চেয়ে বিএসএফ প্রধান সম্মেলনে বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ এবং গবাদি পশু ও মাদক চোরাচালানপ্রবণ এলাকায় সমন্বিত যৌথ টহলের ব্যবস্থা করতে হবে। বসবাসকারী জনসাধারণকে আন্তর্জাতিক সীমান্তের বিধি-নিষেধ সম্পর্কে সচেতন করতে হবে।’ এসব বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন সম্মেলনে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল