আইন ও অপরাধ

ফুল দিয়ে ব্রিজ ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : জনগণকে ফুটওভার ব্রিজ ব্যবহার করাতে অভিনব কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দুপুরে জুরাইন রেলগেট এলাকায় জনগণকে গোলাপ ফুল দিয়ে ব্রিজ ব্যবহার করার জন্য অনুরোধ করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ট্রাফিক পূর্ব বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটওভার ব্রিজ ব্যবহারকারী জুরাইনবাসীর মাঝে গোলাপ ফুল ও লিফলেট দেওয়া হয়। একই সঙ্গে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় এবং মোবাইল বা হেডফোন ব্যবহার করছিল এমন কয়েকজনকে জরিমানা করা হয়। পুলিশের পক্ষ থেকে দেওয়া লিফলেটে বলা হয়, আইন মেনে চলা, রাস্তার মাঝখানে দিয়ে চলাচল ও রাস্তা পারাপার বন্ধ করা, ফুটপাত ব্যবহার করা, রাস্তা পারাপারের সময় হেডফোন ও মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হতে, নিজে নিরাপদ থাকতে, অন্যকে নিরাপদ রাখতেও লিফলেটে তুলে ধরা হয়। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘এ উদ্যোগ ক্রমান্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হবে। ফুল দেওয়ার পাশপাশি জনগণকে নানাভাবে সচেতন করে গড়ে তোলা হবে ব্রিজ ব্যবহার করার জন্য। জনগণ পুলিশের এ রকম সামাজিক কার্যক্রমকে স্বাগত জানাচ্ছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল