আইন ও অপরাধ

অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল আহম্মেদ ফয়েজের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ফয়সাল আহম্মেদ ফয়েজকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন। এর আগে বৃহস্পতিবার সকালে গুলশান শাখার সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ খন্দকার মোস্তফা কামাল  মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। জানা গেছে, প্রাক্তন বিচারপতি ফয়সাল আহম্মেদ সোস্যাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। পরে গত বছরের ২৬ ডিসেম্বর ৫ লাখ ৮১ হাজার ৬৫ টাকা একটি চেক জমা দেন। চেকটি ডিজঅনার হওয়ায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল