আইন ও অপরাধ

লিটন হত্যা: রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার আনোয়ারুল ইসলাম রানা (২৮) আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রানাকে জবানবন্দি দেওয়ার জন্য গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আদালতের বিচারক জয়নুল আবেদীন তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে, আনোয়ারুল ইসলাম রানাকে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তার ও আদালতে জবানবন্দি দেওয়ার বিষয়টি জানান পুলিশ সুপার আশরাফুল ইসলাম । চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় গ্রেপ্তার রানাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করে পুলিশ। পরে দীর্ঘ সময় বিচারকের সামনে রানা জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে লিটনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রানা। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার কাজীর ভিটা গ্রামের তমশের আলীর ছেলে। তার বাবা পেশায় কৃষক। রানা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। রাইজিংবিডি/গাইবান্ধা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল