আইন ও অপরাধ

এডিবি কর্মকর্তাকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : জাপানিজ নাগরিক ও এডিবি কর্মকর্তা ইয়োশুমবু তাকেওয়াকিকে জঙ্গি সংগঠন জামাত ই তালিবান নামে হত্যার হুমকির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাবিবুল্লাহ  ও এনামুল হক ভূঁইয়া। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল সিম কার্ড ও মোবাইল সেট জব্দ করা হয়।’ পুলিশ জানায়, তদন্ত শুরু করে সাইবার ক্রাইম টিম। এদিকে, ভুক্তভোগী জাপানিজ নাগরিক গুলশান থানায় জিডি করে দেশ ত্যাগ করেন। থানার অভিযোগ থেকে জানা গেছে, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের ‘জি পোর্টফোলিও ম্যানেজমেন্ট’ বিভাগের এ কর্মকর্তার মোবাইলে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ম্যাসেজ আসে। জামাত ই তালিবান পরিচয়ে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজটি পাঠানো হয়। পরবর্তীকালে সাইবার ক্রাইম টিম নিশ্চিত হয় যে, গ্রেপ্তারকৃত দুজন ভুয়া আইডি খুলে এ হুমকি দেয়। তাদের রিমান্ডে নিয়ে হত্যার হমকির কারণ নিশ্চিত হতে চেষ্টা করছে পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল