আইন ও অপরাধ

সাক্ষ্য দিলেন খাদিজা, ১ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বদরুল আলমের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত তিনি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্য দেন। এর আগে খাদিজা সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতে এসে পৌঁছান। খাদিজার সঙ্গে তার বাবা মাসুক মিয়াসহ অন্যরা রয়েছেন। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারে সিআরপিতে নেওয়া হয়। সুস্থ হয়ে গত শুক্রবার বাড়িতে যান খাদিজা। রাইজিংবিডি/সিলেট/২৬ ফেব্রুয়ারি ২০১৭/রফিকুল ইসলাম কামাল/উজ্জল/এএন