আইন ও অপরাধ

মানিক হত্যায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের মানিক মিয়া হত্যা মামলায় দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শাহ নেওয়াজ রিমন (২৩) ও শফিকুল ইসলাম (২৩)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মনির হোসাইন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গতকাল বুধবার এ হত্যার ঘটনায় নিহত মানিকের বড় বোন রহিমা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম, মো. বাবু, মো. শিথিসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়। জানা গেছে, একটি সাইকেল খোয়া যাওয়াকে কেন্দ্র করে মানিক মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যান আসামি শাহ নেওয়াজ রিমন। তার বাসার নিচতলার গ্যারেজে মানিককে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে আহত অবস্থায় মানিককে আসামিরা তড়িঘড়ি করে মুগদা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মানিককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে হাসপাতাল থেকে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/মামুন খান/মুশফিক