আইন ও অপরাধ

চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মেয়াদ উত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্য সামগ্রী মজুদের অভিযোগে সোমবার চান সরদার কোল্ড স্টোরেজকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমানের নেতৃত্বে রাজধানীর পুরান ঢাকার ছোট কাটরা এলাকায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৭/আসাদ/হাসান/শাহনেওয়াজ