আইন ও অপরাধ

সানীর বিরুদ্ধে প্রতিবেদন ৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ঠিক করেছেন। সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে মোহাম্মাদপুর থানায় মামলাটি করেন। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানীকে সাভার থানার আমিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তার ১ দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। এরপর ২৪ জানুয়ারি রিমান্ড শেষে সানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে সানী কারাগারেই রয়েছেন। এদিকে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে সানীর বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

   

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৭/মামুন খান/এসএন