আইন ও অপরাধ

নতুন করে জীবন গড়তে সব চেষ্টা করব: খাদিজা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বদরুল আলমের বিরুদ্ধে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজা বেগম নার্গিস। তিনি বলেছেন, নতুন করে জীবন গড়তে সব চেষ্টাই করব। বুধবার দুপুরে রায়-পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খাদিজা বলেন, ‘রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা, আর কোনো নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। জীবনকে নতুন করে গড়তে যা যা করা দরকার সব চেষ্টাই করব।’ এর আগে, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেছেন, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন। এ রায়কে ‘যুগান্তকারী রায়’ হিসেবে উল্লেখ করেছেন খাদিজা হত্যাচেষ্টা মামলার বাদীপক্ষের আইনজীবী এ কে এম শিবলী। প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন বদরুল। ঘটনার পর তাকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা। রাইজিংবিডি/সিলেট/৮ মার্চ ২০১৭/কামাল/উজ্জল/এএন