আইন ও অপরাধ

হলি আর্টিজান হামলার মদদদাতা ইদ্রিসকে দেশে আনা হবে

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় গ্রেপ্তার হওয়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মদদদাতা জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে ঢাকায় আনা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বুধবার কলকাতা থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। আইজিপি বলেন, ‘ইদ্রিসকে গ্রেপ্তারের খবর আমারা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সে দেশের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তার ব্যাপারে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে এ দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। এ চুক্তির আওতায় তাকে দেশে আনা হবে। তাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা না হলে হলি আর্টিজান মামলার তদন্ত পরিপূর্ণ হবে না।’ উল্লেখ্য, গত বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মোহাম্মদ ইদ্রিসের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে। তিনি ওই হামলার অন্যতম মদদদাতা ছিলেন। হলি আর্টিজানে জঙ্গিদের হামলায় ২০ জন দেশি-বিদেশি নিহত হন। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর মোহাম্মদ ইদ্রিস দেশের বাইরে পালিয়ে যান। রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/মাকসুদ/রফিক