আইন ও অপরাধ

আদনান হত্যা : ৩ কিশোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : স্কুলছাত্র আদনান হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ কিশোর। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমানের আদালতে আসামি ফখরুল ইসলাম শ্রাবন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূর নবীর আদালতে আসামি রাজিন আহমেদ হৃদয় ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে আসামি মো. শাকিল সরকার ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের জিআরও (জেনারেল রেকর্ড অফিসার) এসআই রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বুধবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/মামুন খান/সাইফ