আইন ও অপরাধ

আশকোনার ঘটনায় র‌্যাবের মামলা

নিজস্ব প্রতিবেদক : উত্তরার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে সঙ্গে রাখা বোমার বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাস দমন আইনে র‌্যাবের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। তিনি বলেন, র‌্যাবের পক্ষে মামলাটি দায়ের করেছেন উপপরিদর্শক ওয়াহেদুজ্জামান। এতে অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সীমানাপ্রাচীর পার হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এক অজ্ঞাত যুবক। সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি পালানোর চেষ্টা করেন। ওই সময় তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/নূর/ইভা/এএন