আইন ও অপরাধ

খিলগাঁওয়ের ঘটনায় র‌্যাবের মামলা

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে যাওয়ার সময় গুলিতে যুবক নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শনিবার রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। রোববার সকালে হাসানুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন মামলাটি তদন্ত হবে।’ উল্লেখ্য, শনিবার ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। র‌্যাবের গুলিতে নিহত হন তিনি। উদ্ধার করা হয় ৫টি বোমা। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/মাকসুদ/ইভা