আইন ও অপরাধ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৩৬ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। সম্মেলনেকে সামনে রেখে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)  কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার ডিএমপি সদরদপ্তরে সম্মেলনের নিরাপত্তা বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন। কমিশনার বলেন, ‘সম্মেলন চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ বিদেশি অতিথি আসবে। ২৪ মার্চ থেকে বিদেশিরা সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা শুরু করবেন। তাদের নিরাপত্তায় থাকবে ৭ থেকে ৮ হাজার পোশাক পরিহিত নিরাপত্তা বাহিনীর সদস্য।’ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আগত বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলন স্থলসহ প্রত্যেকটি ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর।’ এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/মাকসুদ/সাইফ