আইন ও অপরাধ

আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে : পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ভোর থেকে ওই বাড়ির আশপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা অভিযান শুরু করেন। এদিকে সকাল ১০টার দিকে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।  তিনি বলেন, ‘ওই বাড়িতে নারীসহ একাধিক জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে ঠিক কতজন জঙ্গি আছে, তা এই বলা যাচ্ছে না। আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে সোয়াত টিমের সহায়তা নেওয়া হবে। বাড়িটির ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িটির নাম ‘আতিয়া মহল’। বাড়ির মালিক উস্তার আলী। তার চারতলা ও পাঁচতলা দুটি ভবন রয়েছে। চার তলা ভবনের দ্বিতীয় তলায় জঙ্গিদের আস্তানা হতে পারে। রাইজিংবিডি/সিলেট/২৪ মার্চ ২০১৭/কামাল/উজ্জল