আইন ও অপরাধ

নিহত ব্যক্তি বোমা বহনকারী : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তি হামলাকারী নয়, তিনি বোমা বহনকারী ছিলেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের সামনে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, নিহত ব্যক্তি বোমা বহনকারী। যেখানে বোমা বিস্ফোরিত হয়েছে তার ২০ ফুটের মধ্যেই ৮-১০ জন পুলিশ ছিল। পুলিশদেরকে দেখে সে সতর্ক হওয়ার চেষ্টা করেন তখনই বোমাটি বিস্ফোরিত হয়। সে চাইলে পুলিশের ওপর আক্রমণ করতে পারতো। তিনি আরো বলেন, বোমাটি সে কার কাছে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে আমরা তদন্ত করছি। এ ঘটনায় সে নিজেই মারা গেছে। পুলিশের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তার ব্যাঘাত ঘটেনি বলে মন্তব্য করেন তিনি। ডিএমপি কমিশনার আরো বলেন, নিহত ব্যক্তির পাশে ব্যাগ থাকতে দেখা গেছে। সেটি আমরা তল্লাশি করবো। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় আছে। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা  বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/নূর/সাইফ