আইন ও অপরাধ

বোমা বহনকারী যুবকের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশ চেকপোস্টের অদূরে বোমা বিস্ফোরণে নিহত অজ্ঞাত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের তিন সদস্যের একটি তদন্ত কমিটি এ ময়নাতদন্ত সম্পন্ন করেন। কমিটিতে ছিলেন- ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. কবির সোহেল। দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ ময়নাতদন্ত চলে। ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু হয়েছে। তার পিঠের অংশে বোমাটি বাঁধা ছিল। তার শরীরে কিছু স্কচটেপ ও দুই হাতে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে।’ তিনি আরো বলেন, ‘যুবকের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য তার মাথা থেকে চুল ও দাঁত সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরেণর আগে সে কোনো ধরনের শক্তিবর্ধক বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেছিল কি না, তা জানতে স্যাম্পল হিসেবে প্রস্রাব ও রক্ত সংগ্রহ করা হয়েছে।’

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/নূর/সাইফুল