আইন ও অপরাধ

আতিয়া মহলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার দুপুর ২টার দিকে আতিয়া মহল থেকে দুই তরুণী, এক তরুণ ও ছোট একটি বাচ্চাকে বের করে নিয়ে আসার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ সময় গুলির শব্দও পাওয়া যায়। জঙ্গিদের ফ্ল্যাটে অভিযানের সময় এ বিস্ফোরণ ঘটেছে বলে সেনাবাহিনীর এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বেলা ১১টার দিকে আতিয়া মহলের ২৯টি ফ্ল্যাটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সরিয়ে আনতে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানের নাম দেওয়া হয়ে ‘অপারেশন টোয়াইলাইট’। এ অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা অংশ নিচ্ছেন। ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।   এ ছাড়া বাইরে আছেন সোয়াত, পুলিশ, র‌্যাব, পিবিআই, ডিবি, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য। এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সেনাবাহিনীর চারটি বুলেট প্রুফ আর্মারড ভেহিক্যাল, সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। রাইজিংবিডি/সিলেট/২৫ মার্চ ২০১৭/কামাল/উজ্জল