আইন ও অপরাধ

সিলেটে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়া আতিয়া মহলে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানকালে আস্তানার অদূরে শনিবার সন্ধ্যায় দুই দফায় বোমার বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা অভিযান নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরে বোমা বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তিনজন নিহত হওয়ার তথ্য জানা গিয়েছিল। তবে পরে আরেকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেট আদালতের পুলিশের পরিদর্শক মো. কায়সার, সিলেট মদনমোহন কলেজের ছাত্র ওহিদুল ইসলাম অপু (২৬) ও দাড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত অপর ব্যক্তির বয়স ৩২-৩৫ বছরের মধ্যে। গত মধ্য রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় জানান, হাসপাতালে চারজনের লাশ রয়েছে। বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। তন্মধ্যে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, মেজর আজাদ, মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনি লাল দে ও জনৈক শিরিন মিয়ার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য আবুল কালাম আজাদকে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

   

রাইজিংবিডি/সিলেট/২৬ মার্চ ২০১৭/কামাল/বকুল