আইন ও অপরাধ

ওসমানীতে এখনও চিকিৎসা নিচ্ছেন ২৬ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় আতিয়া মহলে জঙ্গি আস্তানার কাছেই বোমা হামলায় আহতদের মধ্যে ২৬ জন এখনও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, শনিবার সন্ধ্যায় বোমা হামলার ঘটনায় আহত ৫০ জনকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চার জন ছিলেন মৃত। আহত র‌্যাব কর্মকর্তা লে. কর্ণেল আবুল কালাম আজাদকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। বাকি ৪৫ জনের মধ্যে দুজন পরে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে মাহবুবুল হক বলেন, ‘১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’ তিনি বলেন, ‘ঘটনার পরেই হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করা হয়। দ্রুততম সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করায় আর কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে, নিহত ছয় জনের মধ্যে ৩ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। রাইজিংবিডি/সিলেট/২৬ মার্চ ২০১৭/কামাল/শাহনেওয়াজ