আইন ও অপরাধ

পল্লিচিকিৎসক হত্যা মামলায় রাজীব ৫ দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পল্লিচিকিৎসক মাহবুবর রহমান ডিপটি হত্যা মামলায় জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, পল্লিচিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে ২০১৫ সালের ২ জুন বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গ্রামে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় রাজীব গান্ধীকে বিকেলে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের সিআইডি শাখার সদস্যরা। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তার বাবার নাম মাওলানা ওসমান গণি মণ্ডল। রাইজিংবিডি/গাইবান্ধা/২৭ মার্চ ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত