আইন ও অপরাধ

ব্যবসায়ী হত্যা : দুই দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেণ্ডারিয়ায় প্রকাশ্যে গুলি করে জাকির হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার দুই দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গেণ্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন জাকির হোসেন। এ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দাফন শেষে শুক্রবার রাতে নিহতদের বাবা এনায়েতুল হক বাদী হয়ে গেণ্ডারিয়া থানায় একটি মামলা (নম্বর ৩৯) দায়ের করেন। শনিবার এ বিষয়ে গেণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত ৪ জনের নামে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলার তদন্ত চলছে। জাকিরের স্ত্রী সায়মা আক্তার রাইজিংবিডিকে জানান, পরিবারসহ স্বামীবাগের মুনশিরটেকের পৈতৃক বাড়িতে থাকতেন তারা। বাসার পাশেই ছিল তার ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে তিনি পিতল ও পুরনো লোহা কেনাবেচা করতেন। পাঁচ-ছয় মাস আগে একটি সন্ত্রাসী দল জাকিরকে হত্যার চেষ্টা করেছিল বলে জানান তিনি। কিন্তু কী কারণে করেছিল তা জানাতে পারেননি তিনি। রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/নূর/সাইফ