আইন ও অপরাধ

বর্ধিত ভূমি কর দিতে হবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক : ভূমি উন্নয়ন কর হিসেবে বর্ধিত হারে কর আদায়ের ওপর এক বছরের নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে বর্ধিত হারে কর আদায়ে কোনো বাধা থাকল না। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভূমি উন্নয়ন কর হিসেবে বর্ধিত হারে কর আদায়ের ওপর এক বছরের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বর্ধিত কর নির্ধারণ করে ২০১৫ সালের ৩০ জুন ভূমি মন্ত্রণালয়ের জারি করার এক আদেশের প্রেক্ষাপটে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/মেহেদী/ইভা