আইন ও অপরাধ

ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাফায়েত জামিল ও মো. আল-আমিন। আইনজীবী মো. হুমায়ন কবির বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউপি নির্বাচনে রমজান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট নিয়ে বিরোধ থাকায় হাইকোর্টে রিট করেন ওই ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই কেন্দ্রে পুনরায় নির্বাচনের নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশ বাস্তবায়ন না করায় গতকাল ৪ এপ্রিল নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শেখ আল মামুন। এ মামলার শুনানি শেষে আদালত নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে রুল জারি করেন। রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৭/মেহেদী/মুশফিক