আইন ও অপরাধ

কমলাপুরে ১৬ হাজার ডিজিটাল মিটার জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৬ হাজার ডিজিটাল মিটার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক ফাঁকির অভিযোগে মঙ্গলবার রাজধানীর কমলাপুরে আইসিডি বন্দর থেকে অভিযান চালিয়ে ওই ডিজিটাল মিটারগুলো জব্দ করা হয়।  শুল্ক করসহ ওই পণ্যের মূল্য ৩০ লাখ ৭১ হাজার ৯৮৬ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আমদানিকারক ইস্ট সান চায়না থেকে ডিজিটাল মিটারের যন্ত্রাংশ ‘লোডেড পিসিবি অব সিঙ্গেল ফেস অ্যানার্জি মিটার’ নামে পার্টস ঘোষণায় চালানটি আমদানি করেন।  কিন্তু বাস্তবে পরীক্ষায় দেখা যায়, যন্ত্রাংশগুলো ডিজিটাল মিটারের মূল অংশ। যার পরিশোধযোগ্য শুল্ক কর প্রায় ৩১ লাখ টাকা। এক্ষেত্রে ফাঁকিকৃত শুল্ক করের পরিমাণ প্রায় ২৮ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৭/ এম এ রহমান/সাইফুল