আইন ও অপরাধ

বাড্ডায় মাটির নিচ থেকে গ্রেনেড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডার ত্রিমোহনীতে মাটির নিচ থেকে প্রায় ২০০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছিল। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ‘বাড্ডার ত্রিমোহনীতে ডোবা ভরাট করা হচ্ছিল। শ্রমিকরা ডোবা ভরাট করতে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলোর খোঁজ পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে। অভিযান অব্যাহত আছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৭/মাকসুদ/রফিক