আইন ও অপরাধ

র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টার প্রতিবেদন ২৯ মে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৯ মে ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের জন্য এদিন ঠিক করেন। প্রসঙ্গত, গত ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের সময় র‌্যাবের গুলিতে নিহত হন এক ব্যক্তি। উদ্ধার করা হয় পাঁচটি বোমা। ওইদিন রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানহর হাকিম কাজী কামরুল ইসলাম খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর এমাদুল হককে মামলাটি তদন্ত করে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/মামুন খান//মুশফিক