আইন ও অপরাধ

তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কাফরুলে জুয়ার আসরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান খতিয়ে দেখা হচ্ছে। এজন্য তদন্ত কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর পুলিশ স্টাফ কলেজের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নারী পুলিশের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ উইমেন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দুই কার্যদিবস অতিবাহিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষে কমিটি যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কেউ দোষী হলে তাকে ছাড় দেওয়া হবে না।’ উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে কাফরুলের কচুক্ষেতের ব্যায়ামাগার এলাকায় মাইক্রোবাস নিয়ে অভিযান চালায় ডিবির পূর্ব বিভাগের একটি দল। যার নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার রুহুল আমিন। তিনি একটি ক্লাবে নিজেকে র‌্যাব-৪ এর মেজর পদমর্যাদার কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে সবাইকে গ্রেপ্তার করারও হুমকি দেন। ইতোমধ্যে এ ঘটনায় আটজনকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশ কমিশনার। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/মাকসুদ/মুশফিক