আইন ও অপরাধ

অবশেষে ধরা পড়ল ভণ্ড পির সেন্টু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মো. সফিকুল ইসলাম ওরফে সেন্টু ওরফে পির সেন্টু ওরফে সাধক সেন্টু নামের এক ভণ্ড পির মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছে। পির পরিচয়ে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ দাবি করছে। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন। এরপরই তদন্তে নিশ্চিত হয়ে ওই সাধুকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ ডিবি পুলিশ জানায়, বহুল আলোচিত ভণ্ড পির আত্মগোপনে থাকা কুখ্যাত ধর্মব্যবসায়ী কথিত হজবাবা  প্রতারক ডা. মতিউর রহমানের প্রধান সহযোগী সেন্টু। তিনি ভণ্ড হজবাবার কাছ থেকে খেলাফত নিয়ে নিজেই একজন পির হিসাবে প্রচার চালান। দোহারের উত্তর জয়পাড়া গ্রামে ‘কাদরিয়া পাক’ দরবার শরিফ নামের একটি দরবার শরিফ গড়ে তোলেন। পরবর্তীকালে তিনি নিজ দরবারে ধর্মের নামে প্রতারণা করে অবৈধ অর্থ উপার্জন, নারী সম্ভোগসহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন। বছরে একবার ওরস অনুষ্ঠানের নামে ও বৈশাখী ফলের অনুষ্ঠানের কথা বলে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা, চাল-ডাল, পশু গ্রহণ করতেন।’ সেন্টুকে গ্রেপ্তারের অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে তার অভিনব প্রতারণার তৎপরতা বৃদ্ধি পায়। তা ছাড়াও বিভিন্ন সময় সুযোগ মতো ধনী ব্যক্তিদের চিহ্নিত করে পরে তাকে মুরিদ করেন সেন্টু। পরে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেন। আবার ধর্মের নামে বিভিন্ন ভয় দেখিয়ে সাধারণ লোকজনের কাছ থেকেও টাকা-পয়সা আদায় করে থাকেন।’

   

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/মাকসুদ/সাইফুল