আইন ও অপরাধ

প্রশ্নফাঁসের দায়ে কলেজছাত্রের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার  প্রশ্ন ফাঁসের দায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. সাজিদুল ইসলাম সাজিদকে তার পরীক্ষাকেন্দ্র ঢাকা সিটি কলেজ থেকে আটক করে এ সাজা দেওয়া হয়। সাজিদুল ইসলাম ধানমন্ডি আইডিয়াল কলেজের হয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার বাবার নাম তাজুল ইসলাম। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, সাজিদ এবং তার বন্ধু পরীক্ষা শুরু হওয়ার আগে হোয়াটস অ্যাপে প্রশ্ন পায়। তার কাছে আজকের পরীক্ষার মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (এমসিকিউ) ‘ক’ সেটের প্রশ্ন ছিল। বিষয়টি আমাদের নজরে আসলে তাকে আটক করা হয়। তিনি বলেন, সাজিদুল ইসলামের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/নূর/রফিক