আইন ও অপরাধ

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের দাবি, বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে এই চক্রটি। মঙ্গলবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘সোমবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। পরে তারা স্বজনদের কাছ থেকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা আদায় করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/মাকসুদ/ইভা