আইন ও অপরাধ

টাকা আত্মসাতের অভিযোগে আটক ৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, আব্দুর রহমান রিপন (২৬), আব্দুল আওয়াল খান রনি (৪৫), দানেজ উদ্দিন (২৬), টিটু (২২) এবং নাহিদা সুলতানা পুষ্প (২৪)। এদের মধ্যে দানেজ উদ্দিন নিজেকে ভোরের সংবাদ নামের একটি পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে পুলিশের কাছে দাবি করেছেন। বুধবার সন্ধ্যায় মিরপুরের শেওড়াপাড়া, সেনপাড়া ও রূপনগর আবাসিক এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান রাইজিংবিডিকে জানান, বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা ঢাকা ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি জানান, সম্প্রতি একটি বিকাশের দোকান থেকে বিকাশ এজেন্টের মোবাইল চুরি করে। পরে তারা সে মোবাইলে থাকা বিকাশ সিম থেকে টাকা ট্রান্সফার করে। এর সূত্র ধরে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দানেজ উদ্দিন নিজেকে ভোরের সংবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক দাবি করেছেন। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/নূর/মুশফিক