আইন ও অপরাধ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সুপার সপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিত, পণ্যে মূল্য তালিকা না থাকা, বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে একটি সুপার সপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ব্যতিত পণ্য বিক্রয় করছিল। তিনি বলেন, দোকানটিতে বিদেশি কসমেটিকস, বিক্রি হচ্ছিল, কিন্তু এসব পণ্য বিএসটিআইয়ের অনুমোদিত নয়। ইউনিলিভারের কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছিল। এসব পণ্যের মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত। এ ছাড়া তাদের নিজস্ব কিছু পণ্য বিক্রি হচ্ছিল, যেগুলোরও বিএসটিআই অনুমোদন নেই। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/হাসান/সাইফ